মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে হবে : মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, মিয়ানমারে মুসলমদের উপর বৌদ্ধ সন্ত্রাসীরা যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। রোহিঙ্গাদের অপরাধ তারা মুসলমান। যে ধর্মে জীব হত্যা মহাপাপ সেই বৌদ্ধরাই আজ রোহিঙ্গা মুসলমানদের উপর নারকীয় অত্যাচার-নির্যাতনের ষ্টীমরোলার চালাচ্ছে। যে নির্যাতনের চিত্র পৃথিবী ইতিপুর্বে কখনো দেখেনি। বৃদ্ধ নারী পুরুষদেরকে গাছের সাথে ঝুলিয়ে পিটানোর পর উত্তপ্ত তেলের মাঝে ছেড়ে দেয়া হচ্ছে। যুবতী মা-বোনদের ইজ্জত লুন্ঠনের পর পেট কেটে নাড়ী-ভুরী টেনে ছিড়ে ফেলা হচ্ছে। ছোট ছোট শিশুদেরকে গলা টিপে হত্যা করার পর জলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে। যে কোন মানুষের জন্য এমন লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয়া কঠিন।
তিনি বলেন, দু:খজনকভাবে আজ শান্তি প্রতিষ্ঠার স্লোগানদাতারা, মানবাধিকারের ধজাধারীরা মুখে কুলুপ এঁটে বসে আছে। বিশ্বের কোথাও কোন মুসলমানদের দ্বারা সামান্য কিছু ঘটলে মানবাধিকার লংঘনের কথা বলে মুসলমানদেরকে সন্ত্রাসী আর জঙ্গী বলে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে। আর মিয়ানমারে হাজার হাজার মুসলমানদের দিনের পর দিন গণহারে হত্যা করছে, কিন্তু তারা কিছুই বলছে না। ভাবখানা এমন যে, সেখানে কিছুই ঘটছে না। এমনকি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-ও আজ কোন ভূমিকা রাখছে না।
তিনি আরো বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সরকারও সেদিকে কোন নজর দিচ্ছে না। পাশ্ববর্তী দেশ এবং মুসলিম দেশ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। তিনি মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধ করে তাদের দেশে পূর্ণবাসন করতে আন্তর্জাতিকভাবে চাপ বৃদ্ধি করতে সরকারের প্রতি আহবান জানান।
আজ সকাল ১১.০০ টায় জাতীয় পেসক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। ঢাকা মহানগরী সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহ-সভাপতি হাফেজ শহীদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন রাজী, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ আব্দুল ওয়াজেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল আলম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাও: আমীর আহমদ, প্রচার, প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, সহ-প্রচার, প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য