মুরতাদ লতিফ সিদ্দিকীর পক্ষ নিলে ক্ষমতায় টিকে থাকা যাবে না : মাওলানা জালালুদ্দীন আহমদ
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, আল্লাহ-রাসূলের দুশমন স্বঘোষিত মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার মুসলমানের হৃদয়ে যে আগুন ধরিয়ে দিয়েছে তাকে গ্রেফতার ও ফাঁসি না দেওয়া পর্যন্ত এই আগুন নিভবে না।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মুসলমান এবং নবী সা. এর উম্মত। যদি আপনার হৃদয়ে সামান্যতম নবী সা. এর মহব্বত-ভালোবাসা থাকে তাহলে নবী দুশমন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
তিনি আরো বলেন, লতিফ সিদ্দিকীকে আওয়ামীলীগ এখনও দল থেকে বহিষ্কার ও সংসদ সদস্য পদ বাতিল করার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেয়নি। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে যে, বর্তমান সরকার মুরতাদ লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়ে ৯০% মুসলমানদের দেশে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
তিনি আজ বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মুহসিনুল হাসান, ঢাকা মহানগরী সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামসুল আলম, মাওলানা মুহাম্মাদ কামালুদ্দীন ফারুকী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, সহ-প্রচার ও অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ, পল্টন থানার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, চকবাজার থানার সভাপতি মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য