মেঘনার লঞ্চ দূর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর শোক প্রকাশ

ঢাকা, ১৭ মে ২০১৪ ইং : মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দূর্ঘটনায় শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামূল হক নূর ও মহানগর সেক্রেটারী মাওলানা এনামুল হক মূসা। নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, এই ধরনের দূর্ঘটনা খুবই দুঃখজনক। প্রায় প্রতি বছরই এভাবে লঞ্চ দূর্ঘটনায় অসংখ্য প্রাণহানী ও জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। অথচ আমাদের শাসকগোষ্ঠী এই ব্যাপারে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে।

নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতে যত দূর্ঘটনা হয়েছে সেগুলোর যথাযথ তদন্ত করে আগামীতে যেন এমন দূর্ঘটনা না ঘটে সে ব্যাপারে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন।

নেতৃদ্বয় দূর্ঘটনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। দূর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎস্যা দেয়ার দাবী জানান। নেতৃদ্বয় এই ঘটনায় যারা এখনো নিঁখোজ আছে তাদের উদ্ধারের উদ্ধার তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।