মোদীর সাথে সম্পাদিত চুক্তি জনগণের সামনে প্রকাশ করুন- মাওলানা ইসমাঈল নুরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ সরকারের যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে তার বিষয়ে জাতি অন্ধকারে। তার সব গুলো বিষয় জনগণের সামনে প্রকাশ করতে হবে। আর যে চুক্তিগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে এতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বরং ভারতই লাভবান হয়েছে। বাংলাদেশ কিছুই পায় নাই। বাংলাদেশের দুইটি প্রধানদল মোদীর সফরকে কেন্দ্র করে যে নতজানুপূর্ণ আচরণ প্রদর্শন করেছে এতে দেশের জনগণ হতাশ। তাদের কেউ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সাথে তোষননীতি অবলম্বন করেছে যা জাতির কম্য নয়। দেশের কল্যানে কথা বলুন ও কাজ করুন জাতি আপনাদের স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, মাহে রমজান সমাগত,রমজানে যাতে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজমূল্যে ক্রয় করতে পারে এজন্য সরকারকে উদ্যোগি হতে হবে এবং ব্যবসায়ীদেরকে রমজানে রোজাদারদের খেদমত ও অধিক সওয়াবের আসায় জিনিসপত্রে কমমুনাফা করা জন্য আহবান জানান।

আজ বিকেল ৫ টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোত্ত কথাগুলো বলেন।

সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ,মাওলানা আফজালুর রহমান,মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আব্দুল আজিজ, অফিস ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মাওলানা মুনিরুল ইসলাম, মুহাম্মদ সাহাবুদ্দিন, হাফেজ শহীদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ।

সভায় মায়ানমারের নির্যাতিত মুসলিমদের পক্ষে সরকারী দল ও বিএনপি কোনো বক্তব্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং অবিলম্বে সরকারকে এব্যাপারে আর্ন্তজাতিকভাবে মায়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করার আহবান জানান।