যারা ঢাবিতে ইসলামের নাম নিশানা দেখলেই ছাত্রছাত্রীদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে তাদেরকে গ্রেফতার করুন

ঢাকা,৮ নভেম্বর’২০১৪ :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক যুক্ত বিবৃেিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে তিন ছাত্রীকে বহিঃস্কার এবং একজন ছাত্রীকে ডেকে নিয়ে তোর আল্লাহ কোথায়? এ ধরনের জঘন্য দম্ভোক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কী নাস্তিকদের আস্তানা? যে এখানে কোনো ছাত্র দাড়ি রাখলে ও টুপি পরলে এবং ছাত্রীরা হিযাব পালন করলে তাদেরকে জঙ্গি বানিয়ে বহিস্কার করা হবে? তা কোনোভাবে মেনে নেয়া যায় না। ৯০% মুসলমানের দেশে সরকারের লালিত পালিত ছাত্ররা এ ধরনের নাস্তিকবাদী আচরণ করে যাচ্ছে। ঢাবি’র কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পরীক্ষা নিরীক্ষা না করে সরকারের পালিত ছাত্রদের নির্দেশ অনুযায়ী ইসলাম বিরোধী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করছে যা কেনোভাবেই মেনে নেয়া যায় না।

নেতৃবৃন্দ বলেন, এ দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সায় এই বিশ্ববিদ্যালয়টি চলে, নাস্তিকতা ও ধর্মদ্রোহী কর্মকান্ড পরিচালনা করা এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নয়। বরং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মুসলিম সন্তানদের মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করা। এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ সভ্যতা সংস্কৃতি রক্ষায় আদর্শ নাগরিক ও প্রজন্ম তৈরী করা।

অথচ আমরা দেখছি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। এমনকি ইসলামের বিরুদ্ধে অনেক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যারা ইসলামে নাম নিশানা দেখলেই ছাত্রছাত্রীদেরকে জঙ্গী বানানোর পায়তারা চালিয়ে যাচ্ছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।