রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে -মাওলানা জালালুদ্দীন আহমদ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সংখ্যা গরিষ্ট মুসলমানদের অধ্যুষিত বাংলাদেশের সংবিধানে “রাষ্ট্রধর্ম ইসলাম” থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আজ একটি কু-চক্রি মহল রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আদালতকে ব্যবহার করে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার পাঁয়তারা করছে যা এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা বরদাশত করবে না। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, শান্তিপূর্ণভাবে দেশ চালান আমাদের কোন আপত্তি থাকবে না। যদি আমাদের ধর্ম ও বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করেন তাহলে জনতার আদালত থেকে রেহাই পাবেন না। তাই অনতিবিলম্বে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এদেশের তাওহীদী জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। যা সামাল দেয়ার ক্ষমতা আপনাদের থাকবে না। তিনি গতকাল ১৮ মার্চ বাদ জুমা সংবিধান থেকে “রাষ্ট্রধর্ম ইসলাম” বাদ দেয়ার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামসুল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ রিজওয়ান হুসাইন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ হারুনুর রশীদ, সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ আব্দুর রহীম সাঈদ, বায়তুলমাল সম্পাদক সাঈদুর রহমান সানী, প্রচার ও অফিস সম্পাদক আশরাফুল আলম নাজিম, মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ আতহার বিন মোশাররফ প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন মোড় ঘুরে সুরমা টাওয়ারের সামনে মজলিস চত্বরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
বার্তা প্রেরক
(মুহাম্মাদ রিজওয়ান হুসাইন)
প্রচার ও প্রকাশনা সম্পাদক
সাম্প্রতিক মন্তব্য