শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দীনের স্মরনে রিয়াদে দুআ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় রিয়াদস্থ রওদা শাখার উদ্যোগে তাৎক্ষনিক এক দুআ মাহফিল ২৬ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয় ৷শাখা সভাপিত মাওলানা আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও হাফেজ আবু বকরের পরিচালনা অনুষ্ঠিত দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াদ শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল বাকী আহবাব ৷বক্তব্য রাখেন শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন,মুফতি দিলোয়ার হোসাইন প্রমূখ ৷
দুআ মাহফিলে বক্তরা বলেন শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দীনের ইন্তেকালে ইসলামী আন্দোলনের ময়দানে বিশাল ক্ষতি হয়ে গেল ৷ যা পূর্ন হওয়ার নয় ৷ তিনি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার কাজ করে গেছেন ৷ খেলাফত প্রতিষ্ঠার আহবান জানিয়ে খেলাফতের মঞ্চে তাহার মৃত্যু আমাদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা ৷তাহার রেখে যাওয়া আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে ৷ পরিশেষে মরহুমের দরজা বুলন্দির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় ৷