সরকার কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: মাওলানা মাহফুজুল হক। শায়খুল হাদীস মাওলানা ইসহাকের ইন্তেকালে শোক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সরকার নিজকে কৃষিবান্ধব সরকার বলছে। অথচ সরকার চলমান ক্ষমতার সাত বছরেও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির ব্যবস্থা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কৃষকদের এ বঞ্চণা অব্যাহত থাকলে কৃষি উৎপাদনে তারা নিরুৎসাহিত হবে। তখন সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পর্কসূর্ণ রাখতে পারবে না। এমন পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকে বৈদশিক মুদ্রায় অধিক মূল্য দিয়ে খাদ্য আমদানি করতে হবে। তাই দেশকে খাদ্যে সম্পূর্ণ রাখতে হলে কিছু ভুর্তুকি দিয়ে হলেও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তা না হলে ভুর্তুকির চেয়ে বৈদশিক মুদ্রায় বহুগুণ অর্থ ব্যয় হয়ে যাবে খাদ্য আমদানির পিছনে। তাই খাদ্য ঘাটতির বিষয়টি মাথায় রেখে সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মাওলানা মাহফুজূল হক আরো বলেন, প্রচলিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করলে জাতির উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আর তখন কৃষক শ্রমিকসহ প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত।
তিনি গতকাল ২৯এপ্রিল বাদ মাগরিব পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে আলেম ওলামা ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রাশীদ, প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবদুর রহীম সাঈদ, মাওলানা যোবায়ের রাহমানী, মাওলানা ফরিদ আহমদ প্রমুখ।

শায়খুল হাদীস মাওলানা ইসহাকের ইন্তেকালে শোক
বিশিষ্ট্য আলেমেদীন ও সাবেক কাজির বাজার মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ইসহাক রহ.Ñএর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।