সিলেটে ব্যবসায়ী ও সুধীদের সঙ্গে আল্লামা মামুনুল হকের মতবিনিময় অনুষ্ঠিত

 আজ দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে সিলেট শহরের হোটেল ডালাস কনফারেন্স হলে সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক ব্যবসায়ী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী।
মতবিনিময় সভায় আল্লামা মামুনুল হক বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালিব তথা বিজয় করা একজন মুমিনের জীবনে স্বাধনা। একজন মুমিনের জীবনের সর্বোচ্চ চাওয়া হবে জীবনের সবকিছু দিয়ে হলেও আল্লাহকে সন্তুষ্ট করা। সবকিছুর বিনিময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার জীবন ধন্য। আমরা আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ কুরবানী আবেগ ভালোবাসা সবকিছু ব্যয় করবো। আল্লাহকে সন্তুষ্ট করার এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তিনি খেলাফত প্রতিষ্ঠার কাজে সবাইকে নিজেদের সামর্থের আলোকে শরীক হওয়ার আহবান জানান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা আতাউর রহমান খান, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মহানগর সভাপতি গাজী রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা সালেহ হামিদী প্রমূখ।