হজ্জ্বের বিধান ও মহানবী সা. এর বিরুদ্ধে কুটুক্তিকারী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে
ঢাকা ২৯ সেপ্টেম্বর’১৪ : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী ইসলাম ও মহানবী সা. এর বিরুদ্ধে কুটুক্তি করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিউইয়র্কস্থ টাঙ্গাইলবাসীদের এক মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ্জ্ব নিয়ে ব্যঙ্গ করে বলেন, হজ্জ্বের মাধ্যমে আব্দুল্লাহ পূত্র মুহাম্মদ লোকদের জমায়েত করে ব্যবসার ফন্দি তৈরী করে। যারা হজ্জ্ব করে তাদের খায়েদায়ে কাম নেই, সে নিজেই বলেন আমি হজ্জ্ব ও তাবলীগের ঘোর বিরোধী। অথচ হজ্জ্ব ইসলাম ধর্মের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম।
আল্লাহ তায়ালা সূরায়ে আল-ইমরানের ৯৭ নং আয়াতে বলেছেন, ”মানুষের মধ্যে যারা বায়তুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হজ্জ্ব করা ফরজ। আর কেউ যদি তা অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহতায়ালা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন”। এ বিধানকে ব্যঙ্গ করে মন্তব্য করে লতিফ সিদ্দিকী আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করেছেন। ইসলামের রুকন হজ্জ্ব অস্বীকারকারী কোনোদিন মুসলমি হতে পারে না। এমনকি কোনো মুরতাদও আজ পর্যন্ত এ বিধান নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস দেখায়নি। তার এই উদ্ধুত্বপূর্ণ বক্তব্যে ধর্মপ্রাণ জনতা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে শাহবাগী নাস্তিক বিরোধী আন্দোলনের চেয়েও তীব্র আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।
নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান॥
সাম্প্রতিক মন্তব্য