অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে -মাওলানা মাহফুজুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সুপ্রিমকোর্টের আইনজীবি অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রাজনৈতিক দলগুলোকে দেয়া আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, কাদের সহযোগিতায় অশোক কুমার ঘোষরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তা সরকারকে খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তিনি আরো বলেন, অনেক পরিবহনে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না, কিন্তু বর্ধিত ভাড়া যাত্রীদের থেকে আদায় করে নিচ্ছে এবং এ নিয়ে শ্রমিক ও যাত্রীদের মাঝে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। তিনি পরিবহনের বর্ধিত ভাড়া বাতিল করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মাওলানা মাহফুজুল হক বলেন, আরব আমিরাত ইসরাইলের সঙ্গে চুক্তি করে মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক চিন্ন করা সময়ের দাবী।
তিনি আজ সকালে মুহাম্মদপুরস্থ জামিআ রাহমানিয়া আরাবীয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী বৈঠকে এসব কথ বলেন। এতে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান প্রমূখ। অশোক কুমার ঘোষ কর্তৃক রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার আইনি নোটিশ প্রত্যাহারের দাবীতে আগামীকাল বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের ঢাকা মহানগর শাখা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।
সাম্প্রতিক মন্তব্য