গুম, হত্যা ও অপহরণ বন্ধের দাবীতে আগামী শুক্রবার দেশব্যাপী মানববন্ধন

bdkhelafat

দেশের মানুষ গুম ও হত্যার আতঙ্কে আতঙ্কিত -বাংলাদেশ খেলাফত মজলিস
ঢাকা, ১০ মে, ২০১৪  ঢাকা : বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নেজাম উদ্দীন বলেছেন, সারাদেশে যেভাবে গুম, হত্যা ও অপহরণ বেড়ে চলেছে। এতে দেশের মানুষ আতঙ্কিত। গুম হত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রতিটি মানুষ যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে  গুম, হত্যা, অপহরণসহ এ ধরনের ঘটনা বার বার ঘটতো না। তাই সকল শিক্ষা ব্যবস্থায় আল্লাহ প্রদত্ত শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং এ ব্যাপারে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, জাহেলিয়্যাতের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদেরকে যুগোপযোগী শিক্ষা অর্জন করতে হবে। এবং প্রতিটি মানুষের কাছে খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে।

আজ সকাল ১০ থেকে পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি গুম, হত্যা ও অপহরণ বন্ধের দাবীতে আগামী ১৬ মে শুক্রবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচী ঘোষণা করেন।

প্রশিক্ষণ মজলিসে ঢাকা মহানগরীর সহ-সভাপতি হাফেজ সালাউদ্দিনের আম্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমানের পরিচালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দারসে কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, বিষয়ভিত্তিক আলোচনা করেন নায়েবে আমীর মাওলানা ইউসূফ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন, নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সেক্রেটারী মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।