তিস্তা নদীর পানি আদায়ে সরকারের ভূমিকা রহস্যজনক – মাওলানা মাহফুজুল হক
ঢাকা, ০৮ এপ্রিল : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ভারত সরকার তিস্তা থেকে গজলডোবা ব্যারেজের সকল গেট বন্ধ করে দিয়ে তিস্তা নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে তিস্তা নদীর পাড়ের ১২ টি উপজেলার প্রায় ৮০ হাজার হেক্টর জমি বোরো ধান নিয়ে কৃষকরা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এ কারনে দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হতে পারে। তাই সরকারের তিস্তা নদীর পানি আদায়ের ব্যাপারে ভারত সরকারের সাথে যোগাযোগ করে পানি আদায় করতে হবে। তিনি আরও বলেন, তিস্তা নদীর পানির ব্যাপারে সরকারের ভূমিকা রহস্যজনক।
তিনি গতকাল মাদারীপুর জেলার চরমুগরিয়া কমিউনিটি সেন্টারে উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুফতি রফিকুল্লাহর সভাপতিত্বে উলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলাা জালালুদ্দীন আহমদ। আরও বক্তব্য রাখেন, মুফতি রেজাউল করিম, মুফতি নাজির আহমদ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আলী আহমদ, মাওলান আতাউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
সম্মেলন শেষে মাওলানা হাবীব আহমদ চৌধুরীকে সভাপতি ও মাওলানা মেসবাহুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য