দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভূগছে -বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা, ২৮ এপ্রিল, ২০১৪ : বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ এবং গুম যেভাবে বেড়ে চলেছে, এতে দেশের প্রতিটি নাগরিক নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভূগছে। অপহরণসহ সকল অপকর্মের বিকুদ্ধে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় নিজেদের নিরাপত্তার স্বার্থে জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, তিস্তার পানি নিয়ে ভারত সরকার আমাদেরকে দুদল্যতায় ফেলে দিয়েছে। একবার পানি ছাড়ে আবার বন্ধ করে এটা কোন ধরনের আচরণ! ভারতের এই ভূমিকা রহস্যজনক।
পানির ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে।

তিনি আরো বলেন, দেশে খরার কারণে ফসলের ব্যাপক ক্ষতি ও মানুষেরা দুর্বিষহ জীবন যাপন করছে। এটা আমাদের কর্মের কারণে। এজন্য প্রতিটি মানুষ তওবা ইসতেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেই রহমতের বৃষ্টি বর্ষিত হবে।

তিনি আরও বলেন, লোভ লালসা ও অপপ্রচার চালিয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করা যাবে না। খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন প্রচলিত কোনো তন্ত্রমন্ত্রের আন্দোলন নয়। যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে।

গতকাল বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো  বলেন।

সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নির্বাহী সদস্য ড.জিএম মেহেরুল্লাহ, মুহাম্মদ সাহাবুদ্দিন ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর