পাঠ্য পুস্তুকে নাস্তিক ও হিন্দুদের লেখা সংযুক্ত করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে -মাওলানা মাহফুজুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন. জাতীয় শিক্ষাবোর্ড প্রণিত বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সিলেবাস থেকে সংখ্যাগরিষ্ট জনগণের ইসলামী চিন্তা-চেতনা ও মুসলমানদের ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন প্রবন্ধ, গল্প কবিতা ইত্যাদি বাদ দিয়ে নাস্তিক ও অন্য ধর্মালম্বিদের ভাবধারা সমৃদ্ধ বিভিন্ন প্রবন্ধ, গল্প কবিতা সংযুক্ত করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেছে। এ ধরনের ইসলাম বিধ্বংসী সিলেবাস বাতিল করে ইসলামী জ্ঞানে পারদর্শী উলামা-মাশায়েখ ও দ্বীনদার ইসলামী ব্যক্তিদের সমন্বয়ে সিলেবাস ও শিক্ষা আইন প্রণয়ন করতে হবে। তিনি আরো বলেন, ছাত্ররাই আগামী দিনের জাতির কান্ডারী, ছাত্রদেরকে প্রশিক্ষিত জনশক্তিতে রূপান্তরিত করতে ছাত্র মজলিসের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং জাহেলিয়াতের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযুগী জ্ঞান অর্জনে পারদর্শি হতে হবে। তিনি আজ শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিভাগের দুই দিনব্যাপী কর্মী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক মুহাম্মদ সাইদুর রহমান সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, দারসে কুরআন পেশ করেন মাওলানা আনোয়ার হোসাইন রাজী, দারসে হাদীস পেশ করেন মাওলানা মোরশেদ আলম কাসেমী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী নূর মোহাম্মদ আজিজী, সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা এস এম আল জুবায়ের, মাওলানা মুনিরুজ্জামান, সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা আমানুল্লাহ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ ইয়াসিন, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ উবায়দুর রহমান, হবিগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক ফাবাসসির আহমদ প্রমূখ। কর্মশালায় সাধারণ প্রশ্নোত্তর, এহতেসাব পুরস্কার বিতরনী কর্মসূচীর অর্ন্তভূক্ত ছিল।
বার্তা প্রেরক

(মুহাম্মদ সাইদুর রহমান সানী)