পাহাড়ে আযান দেওয়ায় গ্রেফতারকৃত যুবকদের মুক্তি দিন -আল্লামা ইসমাঈল নূরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, পাহাড়ে আযান দেওয়ায় দুইজন যুবককে গ্রেফতার করা কোনোভাবেই ঠিক হয়নি। বহু জায়গায় মসজিদের পাশে মন্দির রয়েছে কিন্তু কোথায়ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমানরা অন্যান্য ধর্মের লোকদের সাথে সম্প্রীতি বজায় রাখে। সুতরাং গ্রেফতারকৃত দুই যুবককে অবিলম্বে মুক্তি দিন। তিনি আরও বলেন, এখনও নিয়মিত সীমান্ত বাংলাদেশী হত্যা চলছে। কুটনৈতিকভাবে সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী প্রদক্ষেপ নিতে হবে। তিনি গ্রেফতারকৃত আলেম-উলামা ও দলীয় নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তিনি আজ পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দীন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আব্দুন নূর, মাওলানা রুহুল আমীন খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।

সভায় সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজীজকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়।