বাবরী মসজিদের জায়গায় রামমন্দিরের নির্মাণকাজ উদ্বোধন বিশ্ব মুসলিম প্রত্যাখ্যান করেছে – বাংলাদেশ খেলাফত মজলিস

গতকাল (৫ আগস্ট) ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রামমন্দিরের নির্মাণকাজ উদ্বোধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। নেতৃদ্বয় বলেন, ঐতিহাসিকভাবে স্বীকৃত বাবরী মসজিদের জায়গা। অথচ ভারত সরকার গায়ের জোরে বাবরী মসজিদের জায়গায় রামমন্দিরের নির্মাণকাজ উদ্বোধন করেছে, তা বিশ্ব মুসলিম প্রত্যাখ্যান করেছে। নেতৃদ্বয় বলেন, গায়ের জোর ও ক্ষমতার বলে অনেক কিছুই করা যায় তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। সুতরাং নির্মাণকাজ বন্ধ করে সেখানে বাবরী মসজিদ পুন:নির্মাণের ঘোষণা দিন। অন্যথায় পরিণতি ভালো হবে না। মুসলমানরা তাদের মসজিদ রক্ষায় প্রয়োজনে ভারতকে বয়কটের ঘোষণা দিতে পারে। নেতৃদ্বয় বলেন, মুসলমানদের মসজিদের জায়গা অতীতে ছিলো ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ভারতের বিজিপি সরকার মসজিদের স্থানে মন্দির নির্মাণের যে ভূল সিদ্ধান্ত নিয়েছে এর খেসারত ভারত সরকারকেই বহন করতে হবে।