সকল ভেদাভেদ ভুলে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী

ঢাকা, ২২ এপ্রিল’১৪ ইং : বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী  বলেন, সকল ভেদাভেদ ভূলে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ কাজের বিকল্প নেই। আগামীতে ইসলামী শক্তিই হবে বড় শক্তি।

তিনি আরও বলেন, ভারতে বিজিপি নেতা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে কথা বলেছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ। এ ব্যাপারে সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে। তিনি দেশের স্বার্থে ভুমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজ দুপুর ১২ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসব্রিফিং এ দলের মহাসচিব মাওলানা মাহফুজূল হক বলেন, ভারত সরকার আমাদের ন্যায্য অধিকার পানি না দিয়ে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করছে। যার কারণে  মানুষের কৃষিসহ বিভিন্ন উৎপাদন ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও নায়েবে আমীর হাফেজ মাহুমুদুল হককে জড়িত করে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। আমরা তার তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, আমাদের নেতা কর্মীরা যেনো এসব খবরে বিভ্রান্ত না হয়।

তিনি আরো বলেন, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মাওলানা খুরশিদ আলম কাসেমী পত্রপত্রিকায় প্রতিবাদ জানানোর পরেও বিভিন্ন পত্রিকায় খেলাফত মজলিস থেকে দল ত্যাগীদের তালিকায় নাম এসেছে। এক্ষেত্রে পত্রিকার কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, তাঁরা দলে ছিলেন, এখন্ও আছেন।

প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন, নায়েবে আমীর হাফেজ মাহুমুদুল হক, মাওলানা ইসমাইল নূরপুরী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা কোরবান আলী, , বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক  মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, ড.জিএম মেহেরুল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্লাহ, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এনামূল হক নূর ও সেক্রেটারী মাওলানা এনামুল হক মূসা।