৭ মে গোলটেবিল ও ১৭ মে উলামা সম্মেলন, শিক্ষা আইন-২০১৬ বাতিল করতে হবে – প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, কুরআন ও সুন্নাহের শিক্ষাই হল প্রকৃত শিক্ষা। এর মাধ্যমে তরুণ ও ছাত্রসমাজ আল্লাহমুখী ও নৈতিকতা সম্পন্ন হয়ে গড়ে উঠে। অথচ আমাদের ছেলে-মেয়েদের নীতি নৈতিকতা ধ্বংসের জন্য বর্তমান শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছে। তা কোনো ভাবেই আমরা মেনে নিতে পারি না। এই শিক্ষা আইনের মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক ও হিন্দু বানানোর চক্রান্ত করা হয়েছে। এদেশে সংখ্যাগরিস্ট মুসলমান থাকা সত্তেও জাতীয় শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব নাস্তিকদের হাতে দেওয়া হয়েছে। পাঠ্য পুস্তুকে তারা তাদের খেয়াল-খুশি মতে ইসলামী লেখা বাদ দিয়ে হিন্দু লেখকদের লেখা ঢুকিয়ে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। অবিলম্বে শিক্ষানীতি ও শিক্ষা আইন-২০১৬ বাতিল করতে হবে এবং উলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারদের সমন্বয়ে জাতীয় শিক্ষা কমিটি গঠন করতে হবে। অন্যথায় দেশের মুসলমানরা তাদের সন্তানদের ঈমান আকিদা টিকিয়ে রাখতে প্রয়োজনে রাজপথে নামবে এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন, দেশের কোনো পেশার মানুষ নিরাপদে নেই, এত আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্তেও প্রতিদিন গুম হত্যা বেড়েই চলছে। অপরদিকে তদন্তের আগেই সরকার প্রধান অন্যের ঘাড়ে এর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এধরণের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আজ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে একমতবিনিময়ে উপরোত্ত কথাগুলো বলেন।
এদিকে দলের এক জরুরী মিটিং এ জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন ২০১৬ বাতিল, উলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারদের সমন্বয়ে জাতীয় শিক্ষা কমিটি গঠনের দাবীতে আগামী ৭ মে শনিবার সকাল ১০ টায় ইসলামী ও সমমনা এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক গোলটেবিল বৈঠক এবং ১৭ মে উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজিজ, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দিন, হাফেজ শহীদুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আব্দুর রহীম সাইদ, বায়তুলমাল সম্পাদক সাইদুর রহমান সানী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ কয়েছ আহমদ প্রমূখ ।
সাম্প্রতিক মন্তব্য