দেশবাসী ও মুসলিম উম্মাহকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও মহাসচিবের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখময়ও আনন্দদায়ক। ঈদের প্রেরণা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে বিশ্বব্যাপী তাগুতী শক্তির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এবং দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলে ও ঐক্যবদ্ধ কাজ চালিয়ে যেতে হবে। প্রতিটি উম্মাহর সদস্য তখনই ঈদ উপভোগ করতে পারবে যখনই আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ি রাষ্ট্র পরিচালিত হবে।