বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিনের নামাজের জানাযা ও দাফন সম্পন্ন।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষ বোর্ডের সাংগঠকি সম্পাদক বিশিষ্ট আলেমিদ্বীন শায়খুল হাদীস আল্লামা নেজাম উদ্দীন গতকাল সন্ধায় ইন্তেকাল করেন। ইন্তেকালের পর রাতেই তিনার লাশ দেশের বাড়িতে পৌছে। আজ দুপুর আড়াইটায় (২.৩০ মিনিট) হবিগঞ্জ জেলায় বাহুবল উপজেলায় পুটিজুড়ী হাইস্কুল মাঠে মরহুমের তৃতীয় ছেলে হাফেজ নুর উদ্দীন রাগিবের ইমামতিতে জানাযা সম্পন্ন হয়।
জানাযায় উপস্থিত ছিলেন। সংগঠনের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান,নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মালানা ইসমাঈল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা রেজাউল করীম জালালী, মওলানা কেরবান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, ঢাকা মাহনগর সভাপতি মাওলানা এনামুল হক নুর, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রাশীদ। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মুনাঈম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, বরুনার পীরসাহেব, জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ আলেম উলামা সহ তার অনেক ভক্তবৃন্দ ও ছাত্র অনেকেই উপস্থিত ছিলেন।
জানাযা শেষে তার প্রতিষ্ঠিত পুটিজুড়ি মাদরাসা কবর স্থানে দাফন করা হয়। জানাযার পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় আমীরে মজলিস বলেন, তিনি আজীবন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করেগেছেন। তার বিদায়ে আমরা একজন নিষ্ঠাবান ও ত্যাগী ইসলামী আন্দোলনের সিপাহসালার হারালাম। দেশের বিভিন্ন মাদরাসায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক মন্তব্য